তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের গার্মেন্টস সেক্টরের আয়কে আইটি সেক্টরের আয় ছাড়িয়ে যাবে বলে। গত দুই বছরে সাড়ে চার হাজার ইউনিয়নে ডিজিটাল সেন্টার তথ্য সেবা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এখানে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।তিনি সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন।সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে থ্রি-জি সেবা দেওয়া হয়েছে। এবার আমরা ফোর-জি আনবো। গত এক বছরে ১৮ হাজার ছেলে-মেয়েদের আমরা আইটি প্রশিক্ষণ দিয়েছি। আগামীতে ৫০ হাজার ছেলে-মেয়েকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।তিনি আরো বলেন, সারাদেশের স্কুলগুলোতে ২৫ হাজার ৫ শ’ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল করেছি। যেখান থেকে যে কোনো তথ্য সেবা আমরা দিতে সক্ষম।