গাজীপুরে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘের্ষে শিশুসহ দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : গাজীপুর সদরের মনিপুর এলাকার শ্রী দর্শনের স্ত্রী গীতা রানী (৪৫) ও একই এলাকার ধনঞ্জয়ের আট মাসের শিশুকন্যা যূথী আক্তার।নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই ইকবাল হোসেন জানান, লেগুনাটি চান্দনা চৌরাস্তা থেকে মনিপুর যাচ্ছিলো। এটি দক্ষিণ শালনা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গীতা রানী মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শিশু যূথীর। আহতদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে গাজীপুরের মনিপুর এলাকার আজিজুল হক (২৭), মো. আলী (৬০) ও ফজলুল হক (২৬), কুড়িগ্রামের নাগেশ্বর এলাকার হালিমা (২৬) এবং গাজীপুরের সাইনবোর্ড এলাকার শাহিনকে (৩৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।