Monday, February 10Welcome khabarica24 Online

গাছের ডালে অজগর

7c9cebccf4a3fb15a81e4b12b5a83221

নিজস্ব প্রতিনিধি ।।

মীরসরাইয়ে সাড়ে ছয় ফুট লম্বা অজগর সাপের একটি বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (২৪ এপ্রিল) সকালে পৌরসদরের অছিমিয়া ব্রিজের পূর্ব পার্শ্বে মৌমিনটোলা এলাকায় আব্দুল লতিফ শিকদার প্রকাশ তিনবন্ধু ভবন এর সামনে একটি গাছে অজগর সাপটি দেখে এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী সাপটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে খবর দিলে তিনি মীরসরাই রেঞ্চ কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা বন বিভাগের কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় অজগর সাপের বাচ্চাটি উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেন। গত এক সপ্তাহ ধরে মীরসরাইয়ে টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পানিতে অজগর সাপের বাচ্চাটি লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মীরসরাই রেঞ্জ কর্মকর্তা বলেন, অজগর সাপের বাচ্চাটি সাড়ে ৬ ফুট লম্বা। এটি বৃষ্টির পানিতে পাহাড় থেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটি সোমবার বিকেলে মীরসরাই বিটের আওতাভুক্ত পাহাড়ের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।