সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

sheikh hasina_35147

প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানান।

এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন  শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী। বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, “মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।”

সবাইকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।