Monday, February 10Welcome khabarica24 Online

গণপূর্তমন্ত্রীর সাথে সাংসদের ধৃষ্টতার প্রতিবাদে জোরারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

IMG-20160411-WA0003 IMG-20160411-WA0000

বিশেষ প্রতিনিধি- আজ (১১এপ্রিল) সোমবার মীরসরাইয়ে জোরারগঞ্জ বাজারে বিকাল ৩টা ৩নংজোরারগঞ্জ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগরে উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ডা: আফছারুল আমীনের কুশপুত্তিলিকা দাহ করা হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৩নংইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া,উপজেলা আ’লীগের সহ-প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা যুবলীগের সদস্য বাবু বিধ্যান কর,উপজেলা যুবলীগের সদস্য রবিউল হোসেন,উত্তর জেলা ছাএলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাথ আহম্মদ চৌধুরী বাবু,উপজেলা ছাএলীগের সদস্য রিয়াজ উদ্দিন সহ প্রমুখ।
৩নং ইউনিয়ন আ’লীগ,যুবলীগ,ছাএলীগ,সহ সর্বস্তরের জনতা উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।