মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গজারিয়ায় পুত্রের হাতে পিতা খুন

images

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মানসিক ভারসাম্যহীন পুত্র জয়নাল আবেদীনের (২৩) হাতে খুন হয়েছেন পিতা আবুল বশর (৫৫)। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন যুবক যাকে দীর্ঘদিন ধরে তার পিতা আবুল বশর শিকল দিয়ে বেঁধে রাখতেন। ঘটনার দিন জয়নাল আবেদীন হঠাৎ শিকল ছিঁড়ে তার পিতা আবুল বশরকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে পিতা আবুল বশর গুরুতর আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয় চেয়ারম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। জয়নালকে মানসিক রোগী হিসেবেই আমি চিনি।’