বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খ্যাতিমান লেখিকা মায়া অ্যাঞ্জেলো আর নেই

25487_i3

খ্যাতিমান মার্কিন ঔপন্যাসিক মায়া অ্যাঞ্জেলো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬। বর্ণাধ্য ক্যারিয়ায়ে লেখালেখির পাশাপাশি তিনি ছিলেন একজন কবি, গায়িকা, নৃত্যশীল্পি ও পরিচালক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইন্সটন-স্যালেমে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল তার সাহিত্য বিষয়ক এজেন্ট হেলেন ব্রান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০১১ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সবথেকে বড় বেসামরিক পুরস্কার মেডেল অব ফ্রিডম প্রদান করেন। তার লেখা অন্যতম জনপ্রিয় বই ছিল ‘আই নো হোয়াই দ্য কেজড সিংস’। অসামান্য কর্মজীবনের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে ড. অ্যাঞ্জেলো বলে সম্মানিত করা হয়েছে যদিও তিনি কলেজে পড়ার সুযোগ পাননি। তার রয়েছে ৩০ টিরও বেশি সম্মানসূচক ডিগ্রী। তিনি উনন্সটন-স্যালেমে অবস্থিত ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটিতে আমেরিকান স্টাডিজ বিষয়ে অধ্যাপনা করেছেন। ১৯২৮ সালের ৪ই এপ্রিল তিনি সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন।