মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খোঁজ মিলেছে মালয়েশীয় বিমানটির!

image_81315_0

গত শুক্রবার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটির সন্ধান পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল যেখান থেকে বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল সেখান থেকেও অনেক দূরে মালাক্কা প্রণালীর আশেপাশে কোথাও এটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে,মঙ্গলবার মালয়েশিয়া সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।মালয়েশিয়া সেনাবাহিনী বলছে, তাদের ধারণা, বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরও এক ঘণ্টা আকাশে ছিল। তখন বিমানটিএর গতিপথ পরিবর্তন করে পশ্চিমে মালাক্কা প্রণালীর উপর উড়েছে।সেনাবাহিনীর এক জ্যোষ্ঠ কর্মকর্তা এ দাবি করলেও শেষ পর্যন্ত বিমানটি ঠিক কোন জায়গায় ভূপাতিত হয়েছে, সেটি বিধ্বস্ত হয়েছে কি না সে ব্যাপারে কিছু বলতে পারেননি। উল্লেখ্য, গত ৮ মার্চ মালয়েশীয় যাত্রীবাহী জেট প্লেন বোয়িং ৭৭৭-২০০ইআর- ফ্লাইট নম্বর এমএইচ; বলা হচ্ছে বিমানটি ছিল মালয়েশীয় বিমানগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ বিমানগুলোর একটি- ৩৭০ দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং-এর উদ্দেশে ছেড়ে গিয়েছিল।