নিজস্ব প্রতিবেদক ::
মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় রেলক্রসিং পারাপার হওয়ার সময় একটি মাইক্রোবাসকে মহানগর প্রভাতি ট্রেন ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার (২৮ জুলাই) স্থানীয় সময় প্রায় ১:৫৫ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এসময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটিকে প্রায় এক কি.মি দূরত্বে টেনে নিয়ে যায়। মাইক্রোবাসটিতে প্রায় ১৪ জন পর্যটক ছিল। এদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকী ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায়। এই মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ও আহতদের এখন পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে, মাইক্রোবাসের সবাই খৈয়াছড়া ঝরনা দেখতে আসা পর্যটক বলে ধারনা করা হচ্ছে।