বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার জনগণের কথা ভাবে না, তারা জনগণকে ভয় পায়। তাই এভাবে আর বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। জনগণের মাঝে ক্ষোভ দানা বেঁধে উঠেছে। খুব শিগগিরই দেশে গণ-ভূমিকম্প হবে।তিনি বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে’ যুব জাগপা এ মানববন্ধনের আয়োজন করে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘খুব শিগগিরই সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে গণ-ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ। যুব জাগপার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম সাগর। এতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাগপার সহ-সভাপতি মহিউদ্দিন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘খুব শিগগিরই সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে গণ-ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ। যুব জাগপার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম সাগর। এতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাগপার সহ-সভাপতি মহিউদ্দিন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।