মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার সময় চেয়ে আবেদন

khaleda zia_79284

 

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণ ও বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ব্যস্ততা থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি।আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে  এ আবেদন করেন।সময়ের আবেদনে আরও উল্ল্যেখ করা হয়, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দুটির বিচারক বদলি চেয়ে হাইকোর্টে রিট পিটিশন শুনানির জন্য রয়েছে। সব দিকে বিবেচনা করে মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।এর আগে ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত খালেদা জিয়াকে জামিন দেন।