Friday, December 13Welcome khabarica24 Online

খালেদা জিয়ার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

10566_Fanil-01

বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহী। আজ রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।