মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবে না

asadujjaman_160900
বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের মানুষ জ্বালাও পোড়াও নয়; তারা শান্তি চান। তারা জঙ্গিবাদ পছন্দ করেন না। খালেদা জিয়া যতই আন্দোলনের ডাক দেন না কেন তাতে জনগণ কখনও সম্পৃক্ত হবেন না। শনিবার বিকালে বগুড়া পর্যটন মোটেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ এখন জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, দেশের সবকিছু উন্নয়নের জন্য প্রয়োজন নিরাপত্তা। মানুষ শান্তিতে বাঁচতে চায়। তাই সরকার জনগণের সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। গত ঈদ ও পূজায় একটি ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি।গত বছরের ৩রা জুন রাতে সাঈদীকে চাঁদে দেখানোর নামে নাশকতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বাসভবনে অগ্নি সংযোগ এবং সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুর বাড়িতে গুলি বর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে রাজপথে নাশকতা সৃষ্টিকারী ও দলীয় নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের কোনভাবেই ছাড় দেওয়া হবেনা।এরপর প্রতিমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে আইন-শৃংখলা সম্পর্কিত উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও আলতাফুন্নেছা খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।