শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান হানিফের

image_112850.hanif7

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতির শোকের দিনে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন।হানিফ বলেন, ‘বেগম খালেদা যদি এই দিনে কেক কেটে জন্মদিন পালন করেন তাহলে তিনি আবারও প্রমাণ করবেন তিনি বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মার সাথে এখনো আছেন।’হানিফ আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যই আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা আশা করি তারা এ মাসে জাতির সঙ্গে শোক পালন করবে। এই কালো মাস ও দিবসে ভাবগাম্ভীর্য নষ্ট হওয়ার মতো কর্মসূচি কোনো রাজনৈতিক দল দেবে না বলে আমার বিশ্বাস।’এ সময় হানিফ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল ৩ আগস্ট কৃষক লীগ আয়োজিত রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির শুরু হবে এবং শেষ হবে আগামী ৩১ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভার মধ্য দিয়ে। এই দুটি অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন ও নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মেসবাহ উদ্দিন সিরাজ, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।