সম্প্রতি গুলশানে খালেদা জিয়ার গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চুপকে চুপকে আয়োজন করা ওই বৈঠকে কোন কোন সরকারী কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে অবশ্যই তাদের চাকরিচ্যুত করা হবে। আজ রবিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে থানা আওয়ামী লীগের ত্রি-সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, কোন দেশ নয়, বাংলার জনগন যাকে ইচ্ছে করবে তাকেই ক্ষমতা বসাবে। তিনি বলেন, নির্বাচনের কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র প্রতিহত আর জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচন করে সংবিধান রক্ষা করেছেন, দেশের গনতন্ত্র রক্ষা করেছেন।তিনি বলেন, বিএনপি নির্বাচন না করে ভুল করেছেন। বিএনপিকে বিপদে ফেলেছেন। এখন নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ ভাবেনি আওয়ামীলীগ ক্ষমতায় যাবে আর বঙ্গবন্ধুর হত্যাকারীর বিচার হবে। ৭১’র ঘাতকদের বিচার হবে। জাতীয় চার নেতার বিচার হবে। কিন্তু সত্যিই শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে সকল অসম্ভবকে সম্ভব করেছেন।সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের বক্তব্য রাখেন মধ্যে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।