বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার সঙ্গে দুবাই প্রতিনিধিদলের সাক্ষাৎ

khaleda-zia_36087

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দুবাই বিএনপির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দুবাই বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের এ প্রতিনিধি দল রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খালেদার কাছে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় খালেদা জিয়া জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।