বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার গ্রেফতারের দাবিতে ওয়াক আউট

image_26182_57977

 

অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সংসদে ওয়াক আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে দশম সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন রেখেই তিনি ওয়াক আউট করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে নিক্সন বলেন, ‘সারাদেশে যে সহিংসতা চলছে, এর হুকুমদাতা হিসেবে খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমি খালেদা জিয়ার গ্রেফতার না করার প্রতিবাদে ওয়াকআউট করছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও বোনের ছেলে নিক্সন দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন।অবরোধে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তারের জন্য শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগ সংসদ সদস্যরা দাবি তোলার পর একই দাবিতে নিক্সন চৌধুরী ওয়াক আউট করলেন।এ সময় স্পিকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, “সংসদ সদস্য যে প্রশ্ন রেখেছেন যথার্থই বলেছেন। আমাদের সিস্টেম অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নেব।