শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি

15_bnp-gulshan-office_190115_0002_61033

 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই কার্যালয়ের গেটের সামনে চেয়ার-টেবিল বসিয়ে একটি রেজিস্টার খাতা খুলে বসতে দেখা যায়। এতে কার্যালয়ে প্রবেশকারীদের নাম, পরিচয়, মোবাইল ফোন নম্বর, স্থায়ী-অস্থায়ী ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। একজন পুলিশ সদস্য প্রবেশকারীদের তথ্য খাতায় নথিভুক্ত করছেন।বিএনপি চেয়ারপারসনের ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। তবে কার্যালয়ে থাকা বিএনপি নেতারা বলছেন, এর মধ্য দিয়ে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করছে পুলিশ।  এ বছরের ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। এই কার্যালয়ে খালেদার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন রয়েছেন।