ভাইকে পুড়িয়ে হত্যা করেছে অবরোধকারীরা। এর প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢিল ছুড়েছে পরান সরকার (৪০) নামের এক যুবক।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ইট ছুড়ে ওই যুবক। এ সময় পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।ওই ব্যক্তি দুই হাতে দুটি ইটের টুকরা নিয়ে খালেদার কার্যালয়ের উত্তর পাশ থেকে এসে একটি টুকরা সামনের গেটের দিকে ছুড়ে মারেন। টুকরাটি ভবনের দোতলার দেয়ালে লাগে। অপর টুকরাটি ছুড়ে মারার আগেই ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়।ইটের টুকরা ছোড়ার সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খালেদা জিয়া কই, আমার ভাইকে পুড়িয়ে মেরেছে।’পুলিশ আটক করার পর তিনি নিজের নাম পরাণ সরকার বলে জানান। তিনি আরও জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।