জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নেয়া ও চার্জ গঠন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। একই বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দায়ের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ এ ব্যাপারে আদেশ দেয়া হবে। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী ও এডভোকেট জয়নুল আবেদীন। সে সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহছানুর রহমান প্রমুখ। ওদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ১লা ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি পক্ষের আবেদনে ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায়ের আদালত এ সময় মঞ্জুর করেন। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় মামলা করে। কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ই আগস্ট খালেদা জিয়া, তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দেন। গত ১৯শে মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এ মামলা আমলে নেয়া এবং চার্জ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।