দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা আপিলের শুনানি আবার পিছিয়েছে। ২৪শে জুলাই বৃহস্পতিবার এ আপিলের শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল শুনানির এদিন ধার্য করে। খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টের আদেশের অনুলিপি না পাওয়ার বিষয়টি জানালে আদালত শুনানির নতুন তারিখ ধার্য করে। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।