মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে আপিল আবেদনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।