রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খামখেয়ালি : পারমিতা দে

সন্ধ্যার নিভু আলোয়,
শার্শির ওপারে তুমি এসে দাঁড়াও
বিষন্ন মুখে.
নীরব দৃষ্টিকোণে পড়ে থাকে আকাশ.
অচেতন মন পার করে যায়
নক্ষত্র থেকে গ্রহাণুপুঞ্জে.
তুমি পেতে চাও আগুণ পাখি…
দমকা হাওয়ায় ডানা গেছে যার খসে.
তারাদের মাঝে রামধনু খোঁজো,
অন্ধকারের বুকে.
আমি চুপটি করে দাঁড়িয়ে দেখি,
খামখেয়ালি তোমার মেজাজ.
সুযোগ পেলেই পদ্য লেখো,
যে যুবক গা ঢেকেছে নিরুদ্দেশে ।