শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে হত্যা চেষ্টা মামলা

bangir_ahmod_dmp_commission36351_12189
খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহম্মেদ।আজ বিকেলে রাজধানীর স্টামফোর্ড কলেজ আয়োজিত আন্তর্জাতিক রক্তদাতা দিবস ও মাদকবিরোধী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ডিএমপি পুলিশ কমিশনার ফল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ফরমালিন ব্যবহার করবেন না। যদি ফরমালিন ব্যবহার করেন তাহলে আপনাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দিতে বাধ্য হবো।এসময় তিনি যারা সীমান্তে ফরমালিন সরবরাহ করছে তাদের উদ্দেশে বলেন, যারা দেশে অবৈধভাবে ফরমালিন সরবরাহ করছেন তারা ওই পেশা থেকে সরে আসুন, নইলে আপনাদের বিরুদ্ধেও হত্যাচেষ্টা মামলা করা হবে।পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ডঃ এম এ ফিরোজ, ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর) আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, চলতি মাসে ডিএমপির পক্ষ থেকে যারা ফলে ফরমালিন মেশাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে। এরইমধ্যে রাজধানীর আটটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় ফরমালিনযুক্ত আমসহ বিভিন্ন ফল জব্দ করা হয়।

উৎস- বাংলাদেশ প্রতিদিন