Saturday, December 14Welcome khabarica24 Online

খবরিকায় ‘ সাদা মনের মানুষ ’ হিসেবে সংবর্ধিত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন’ এমপি

নিজস্ব প্রতিনিধি :: গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন চারদিকে মাদক ও নানা অসুন্দরের ছোবলের হাত থেকে আগামীর পৃথিবীকে সুন্দর করে তুলতে সুুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কবি সমাবেশ, সাহিত্য ও সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রম বহুমুখী গুরুত্ব বহন করে। এসে সুন্দর আগামীদিন বিনির্মান সহজ হবে।
পাক্ষিক খবরিকার ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মীরসরাইয়ে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক কবি সমাবেশ এর। উক্ত কবি সমাবেশে সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরে অবদানের জন্য দেশের ও দেশের বাহিরের ৪ ব্যক্তিকে ২০১৯ সালের নির্বাচিত ‘সাদা মনের মানুষ’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। আওয়ামীলীগের নির্বাহী ও প্রেসিডিয়াম কমিটির সভার জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেন। অতঃপর রবিবার ( ২৯ এপ্রিল ) দুপুর ১২টায় তিনি মীরসরাই সদরস্থ খবরিকা কার্যালয়ে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং উক্ত সম্মাননা উপহার গ্রহন করেন। এসময় তিনি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখেন। মহাকবি কাইয়ুম নিজামীর সভাপতিত্বে, কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গির, মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম, স্থানীয় পৌর কাউন্সিলর নুরুন নবী, সাংবাদিক রণজিত ধর, রাজিব মজুমদার, আনোয়ারুল হক নিজামী, ইমাম হোসেন, সাহাব উদ্দিন, কামরুল ইসলাম, সানোয়ার ইসলাম রনি, দিদারুল আলম সোহেল প্রমুখ। উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক কবি সমাবেশে সাদা মনের মানুষ হিসেবে সম্মাননা গ্রহন করেছিলেন দেশ বরেণ্য কথা সাহিত্যিক, সব্যসাচি কবি সৈয়দ সামছুল হকের স্ত্রী কথা সহিত্যিক আনোয়ারা সৈয়দ হক , কিংবদন্তির ছড়াকার রফিকুল হক দাদু ভাই ও ভারতের রবীন্দ্র গবেষক, সাহিত্য ও শিক্ষা সেবায় নিবেদিত ড. ছায়া গুহ ।