শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কয়েকদিনের মধ্যেই ২০ দলীয় জোটের কর্মসূচি: রিজভী

rizvi20140801125533_129024
কয়েকদিনের মধ্যে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। আর এ কর্মসূচিগুলো গণতন্ত্রস্বীকৃত এবং আইনসঙ্গত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ার নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী ঈদের দিন মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে সস্ত্রীক নিজ জেলা কুড়িগ্রামে এসেছিলেন।এই আন্দোলনের পরবর্তী রূপ কী রকম হবে এবং কতটুকু তীব্র হবে তা সরকারের আচরণের ওপর নির্ভর করবে উল্লেখ রিজভী বলেন, সমাবেশের অধিকার, কথা বলার অধিকার সংবিধান স্বীকৃত। কিন্তু এই সরকার ক্রমাগতভাবে মানুষের কণ্ঠরোধ করে চলেছে। সরকার বিরোধী দলের অধিকার হরণ করেছে দাবি করে তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার সেটিকে সরকার ভয়াবহভাবে দমন করেছে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে।