Thursday, December 12Welcome khabarica24 Online

কয়লা থেকে মীরসরাইয়ে পাচার করার উদ্দ্যেশ্যে রাখা সেগুন কাঠ জব্দ। 

বিশেষ প্রতিনিধি-

চট্টগ্রামের মীরসরাইয়ে কয়লা বন বিট এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ টি ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয় । রোববার (৩ নভেম্বর) দুপুরে করেরহাট রেঞ্জের কয়লা বন বিটের অভিযানে এগুলো জব্দ করা হয়।কয়লা বন বিট কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, বন অপরাধ দমনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে অন্যান্য দিনের মতো রোববার করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমানের নেতৃত্বে ও সংশ্লিষ্ট টহলদলের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ টি ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়। এসব কাঠের মালিকানা না পাওয়ায় তা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।