জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকারের সিংহাসন শিগগিরই ভেঙে পড়বে’ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার যত চক্রান্ত, ষড়যন্ত্রই তৈরি করুক না কেন কোনো লাভ হবে না।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে পদত্যাগ করাতে বাধ্য করবে। দেশের মানুষ চায় একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ মহিলা দলের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে পদত্যাগ করাতে বাধ্য করবে। দেশের মানুষ চায় একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন।এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ মহিলা দলের নেতৃবৃন্দ।