শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্রেস্ট জালিয়াতির অনুসন্ধান করবে দুদক

image-6_106800

মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো সহিদুর রহমানের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ এবং অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অনুসন্ধান পরিচালনা করা হবে। এ জন্য শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগে দেয়া হবে।