শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি রিটের আদেশ রবিবার

image_88930.highcort (2)

স্বাধীনতাযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদানের জন্য দেওয়া সম্মাননা পদকে স্বর্ণ জালিয়াতির ঘটনায় রিটের আদেশ আগামী রবিবার ঘোষণা করা হবে। আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। গত ১৯ মে রিটটি দাখিল শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদ বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে এ জালিয়াতিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সম্মাননাপ্রাপ্ত বিদেশি বন্ধুদের স্ব স্ব রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন করে পদক দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।