Thursday, December 12Welcome khabarica24 Online

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

cricket_127022

ঢাকায় এসে পৌঁছেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫-এর ট্রফি। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কা হয়ে ঢাকা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি এসে পৌঁছায়।জানা গেছে, ট্রফিটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মুশফিকুর রহিম প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন। ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে।বেলা ১২টায় বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে প্রদর্শন করা হবে রাত ৮টা পর্যন্ত।আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইন হিসেবে প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশে ট্রফিটা পাঠানো হচ্ছে। নিয়মের মধ্যে থেকেই জনসাধারণ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। শনিবার সকালেই বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পথে রওনা হবে।উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর।