বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবারের হরতাল শিথিল করে দেশব্যাপী আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে অবরোধ চলবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের জয়ে মঙ্গলবার দেশব্যাপী আনন্দ মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ২০ দলের নেতাকর্মীদের আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করা হলো। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। সেই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি সর্বাত্মক হরতাল পালনের আহবান জানানো হয়েছে।