Sunday, January 19Welcome khabarica24 Online

ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের হপকিনস

image_72320.untitled-1 copy

 

নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক গ্যারেথ হপকিনস ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে চার টেস্ট, ২৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিষ্ট্রিক্ট, ক্যান্টারবুরি ও ওটাগোর হয়ে খেলা হপকিনস ২০০৭-০৮ মৌসুমে অকল্যান্ডে যোগ দেন এবং এখানেই ক্যারিয়ারের ইতি টানেন। প্রথম শ্রেনীর ১৫৮ ম্যাচে ১৭ সেঞ্চুরি এবং ৩৪টি হাফ সেঞ্চুরি করা হপকিনস ৪৩৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ২৬টি স্টাম্পিংও করেন।নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে হপকিনস বলেন, ১৯৯৬ সালে তার ক্যারিয়ার শুরু করার পর থেকে ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। এখন ক্রিকেটে শক্তি, মানসিকতা, নিউট্রিশন, টেকনিক্যাল ও ভিডিও এ্যানালাইসিসের বিষয় যুক্ত হয়েছে। এখন অনেক কিছুই আপনি ব্যবহার করতে পারেন।