গ্রুপ সেরারাই টিকে রইলো শেষ ৮-এ। দ্বিতীয় রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে আট গ্রুপের শীর্ষ দলগুলোই। শুক্রবার শুরু হচ্ছে এবারের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে মোকাবিলায় নামবে সাবেক দুই চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। রিও ডি জেনিরোয় ঐতিহাসিক মারাকানা মাঠে ফরাসি-জার্মান লড়াই শুরুর হবে রাত ১০টায়। একই দিন পরের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টপ ফেভারিট ব্রাজিল ও এবারের চমকের দল কলম্বিয়া। ফোর্তালেজায় ম্যাচটি শুরু হবে রাত ২টায়। ৫ ই জুলাই হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মোকাবিলায় নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আসরে অপর চমকের দল কোস্টারিকা। সালভাদরে ম্যাচটি মাঠে গড়াবে রাত ২টায়। প্রথম দিনের দুই ম্যাচের বিজয়ী দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। আর ৫ই জুলাই দুই কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা লড়বে দ্বিতীয় সেমিফাইনালে।
বাকি ৮ ম্যাচের সূচি
৪ঠা জুলাই ফ্রান্স-জার্মানি
রিও ডি জেনিরো রাত ১০টায়
৪ঠা জুলাই ব্রাজিল-কলম্বিয়া
ফোর্তালেজা রাত ২টা
৫ই জুলাই আর্জেন্টিনা-বেলজিয়াম
ব্রাসিলিয়া রাত ১০টা
৫ই জুলাই নেদারল্যান্ডস-কোস্টারিকা
সালভাদর রাত ২টা
৮ই জুলাই ১ম সেমিফাইনাল
বেলো হরিজন্তে রাত ২টা
৯ই জুলাই ২য় সেমিফাইনাল
সাওপাওলো রাত ২টা
১২ই জুলাই তৃতীয়স্থান নির্ধারণী
ব্রাসিলিয়া রাত ২টা
১৩ই জুলাই ফাইনাল
রিও ডি জেনিরো রাত ২টা