বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার দেশব্যাপী অনুষ্ঠিতব্য গায়েবানা জানাজার দিন পরিবর্তন করে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে। গায়েবানা জানাজায় শরিক হওয়ার জন্য নেতাকর্মীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন রিজভী।