কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২১০০ কোটি (২১ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। যা নয়া রেকর্ড হিসেবে লিপিবদ্ধ হলো- সোমবার দিনশেষে রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়এই তথ্য নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান। তিনি জানান, মূলত রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভে রেকর্ড গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। চলতি মাসে এই পর্যন্ত রেমিটেন্স এসেছে ৬০ কোটি ডলার। ঈদুল ফিতরের আগে প্রবাসীরা আরো বেশি অর্থ দেশে পাঠাবেন বলে ধারণা করা হচ্ছে।গত ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।তবে এরপর ৮ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১৭ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর তা ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে আসে। পরে অবশ্য রিজার্ভ আবার বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিজার্ভ ছিল ৬ মে, ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।