নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের উদ্যোগে মহাসড়কের মীরসরাই সদরে এক আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সম্মুখে সমাবেশ করে। বুধবার ( ৭ আগষ্ট) বিকাল ৫টায় উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে প্রায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিল। উপজেলা জামায়াতে আমীর নুরুল করিম এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সহ সভাপতি মাওলানা নুরুল করিম, উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিন রাহাত, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্র শিবিরের ছাত্র সম্পাদক আফনান হোসেন, উপজেলা জামায়াত নেতা কমিশনার নুরুল হুদা হামিদী, মীরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, আবু তাহের ভূঞা প্রমুখ। বক্তাগন বলেন এই খুনি হাসিনার বিচার আমরা চাইব। আর যতোক্ষন এর বিচার হবে না আমরা থেমে থাকবো না। বক্তাগন আরো বলেন বিভিন্ন স্থানে হামলা করে ছাত্রসমাজের এই বিজয়কে কলংকিত করছে কিছু দুস্কৃতিকারী। এখন থেকে সকল ধর্ম বর্ণের সকলে নির্বিঘেœ ব্যবসা বা স্বাভাবিক করুন । আপনাদের কেউ হামলা করতে বা চাঁদা চাইতে আসলে আমাদের কাছে জানাবেন, আমরাই এর ব্যবস্থা নেব।