তাকিবুর রহমান :: মীরসরাই উপজেলার ওচমানপুরে বিএনপির উদ্যোগে এক শান্তি সমাবেশ সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এর বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার ( ৮ আগষ্ট) দুপুর ১২টায় সহ¯্র প্রায় মানুষের উপস্থিতিতে উক্ত শান্তি সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন আজ যেখানে সমাবেশ হচ্ছে সেখানে আমি গত যুগ ধরে আসতে পারি নাই। সুষ্ট নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর ও আমার সেই চেয়ার কেড়ে নেয়া হয়েছে। আমি বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী হবার পর আমাকে মেরে আহত করা সহ এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। আমার ঘর ফুটপাট করেছে আমার ব্যবসা ধ্বংস করেছে কিন্তু আমি ধৈর্য্য ধরেছি । আমি ক্ষমা করে দিয়েছি। আপনারা ও এলাকায় থাকতে পারেন নি, আমার চেয়ে বেশী কষ্ট তো আর পাননি। তবুও ওই অত্যাচারীদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। এখন থেকে আপনারাই সবার জন্য ঢাল হয়ে থাকুন। এটাই হোক প্রতিশোধ। তিনি বলেন মনে রাখবেন আমরা ও ওদের মতো বিশৃংখলা করলে আমাদের পরিণতি ও আবার বিদায়ী শেখ হাসিনার মতো হবে। বরং জনগনের সমর্থনের জন্য জনগনের পাশে থাকুন সবাই খোঁজ খবর নিন। দু:খের সাথি হোন। তিনি এলাকায় কোন বিশৃৃংখলা না হবার জন্য সাধারন ধর্ম বর্ণ নির্বিশেষে যথাশীঘ্রই শান্তি কমিটি গঠনের ঘোষনা দেন।
৫ নং ওচমানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লাভলু চৌধুরীর সভাপতিত্বে, সদস্য সচিব ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়াহাট পৌর বিএনপির সভাপতি দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল কবির, উপজেলা বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন, মোস্তফা চৌধুরী, মহসিন, কামাল উদ্দিন, মো: হারুন, নাছির উদ্দিন, ফোরকান উদ্দিন, কামাল উদ্দিন, মো: ফরহাদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ মিয়া, তারেক, কবির, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, মিনহাজ উদ্দিন টিটু, যুবদল নেতা রানা চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তাগন কোথাও কেউ যেন বিশৃংখলা না করে সেজন্য সবাইকে সচেষ্ট ও সজাগ থাকার আহ্বান জানান।