নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা কৃষকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মিয়া (৬৫) র আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে মীরসরাই উপজেলা কৃষক দল। বুধবার ( ৬ মে) বাদ যোহর মীরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়াস্থ মরহুমের বাড়ির আঙ্গিনায় উক্ত মিলাদ মাহফিল শেষে মরহুমের কবর প্রাঙ্গনে দোয়া মোনাজাত করে কৃষকদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলা লতিফী, মীরসরাই উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক নুরুল আলম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারন সমপাদক ফরহাদ হোসেন, মীরসরাই পৌর কৃষকদলের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর, সদস্য মোঃ মোস্তফা, মজনু মিয়া ও নুরুল করিম প্রমুখ নেতাকর্মীগন। উল্লেখ্য যে জনাব আবুল হাশেম গত ২ মে বার্ধক্যজনিত ব্যধিতে ইন্তেকাল করেন।