রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

9884_kus

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে ঘনকুয়াশার কারনে দেখতে না পেয়ে উল্টে খাদে পড়ে। এতে জুলিয়া খাতুন (৩০) নামে একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের ভেড়ামারা ও কুষ্টিয়া হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী।