মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

prime minister-001_83477

 

কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা শহরের টাউল হলে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।শেখ হাসিনা বলেন, কবি নজরুল ইসলামের লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে। শুধু তাই নয়, তার লেখা আমাদের প্রেরণা জুগিয়েছে।তিনি আরও বলেন, কবি নজরুল তার লেখায় নারী অধিকারের কথা বলেছেন। তাছাড়া, সমাজের সর্বস্তরের মানুষের কথা তার লেখায় উঠে এসেছে।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরে সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক এমিরিটাস রফিকুল ইসলাম প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।