কামরুল হাসান :: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের টেরিয়াল এলাকায় কুমিরা হাইওয়ে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে থানা এলাকার টেরিয়ালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার একটি বাসে তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার নুর হোসেনের ছেলে আবব্দুল্লাহ (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানায়, দীর্ঘদিন যাবত টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে বিভিন্ন মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছে। কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার এসআই কাউছার সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের তথ্য অনুসারে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ আবদুল্লাহ নামক ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।