শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কিছু সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল আপনারা সবাই ওদের বিষয়ে সজাগ থাকবেন -আইজিপি পুলিশ

2100নিজস্ব প্রতিবেদক :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ এখন দুর্ভীক্ষের দেশ নয়, এই দেশ এখন খাদ্য রপ্তানীর দেশ। বিএনপি উপহার দিয়েছে চুরি ডাকাতি রাহাজানি আর সন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর বিএনপি মীরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাস সহ ২৯ জনকে হত্যা করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ফিরিয়ে এনেছি শান্তি। তিনি দেশের জনতাকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান । ২৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকাল ১১টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশের এক মহাসমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক পিপিএম বলেন কিছু সন্ত্রাসী গোষ্ঠি আমাদের দেশের সাধারন মানুষদের কিছুদিন পূর্বে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন সব আজগুবি তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, ওরা সব সময়ই দেশে বিশৃংখলা সৃষ্টিকারী, ওদের থেকে সব সময় সজাগ থাকবেন। তিনি বলেন যারা গুজব ছড়িয়ে আইনশৃংখলা পরিস্থিতিকে নাজুক পরিনতিতে নিয়ে যায় তাদের থেকে সচেতন থাকুন। জঙ্গীবাদ এবং মাদক রুখতে কমিউনিটি পুলিশকে সহযোগিতা করুন। গ্রামে গঞ্জে যে কোন সমস্যা কমিউনিটি পুলিশের মাধ্যমে সহজ সমাধান সম্ভব। তিনি জনতাই পুলিশ, পুলিশই জনতা এই স্লোগান এর মূলমন্ত্র ধারন করে দেশের সকল নাগরিককে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। তিনি দেশের প্রতিটি থানা থেকে দালাল দুর করার জন্য কমিউনিটি পুলিশকে সহযোগিতা করার ও উদাত্ত আহ্বান জানান।
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এর সভাপতিত্বে, আবৃত্তি শিল্পী জাভেদ হোসেন ও অনিন্দিতা দত্ত এর সঞ্চালনায় উক্ত মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামছুল আরেফিন, ডি আইজি চট্টগ্রাম রেঞ্জ শফিকুল ইসলাম বিপিএম, পুলিশ কমিশনার ইকবাল বাহার, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভপতি শেখ আতাউর রহমান, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মো: আফছার চৌধুরী প্রমুখ। 210021002100