সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাল শুরু আসল লড়াই

2_116029

এমন ঘটনাবহুল গ্রুপপর্বকে ওয়ার্মআপ রাউন্ড বললে বেজার হতে পারেন অনেকে। কিন্তু এটাই বাস্তবতা। ভুল শুধরানোর সুযোগ থাকলে সেটা আর বাঁচা-মরার লড়াই হয় কিভাবে! আসল বিশ্বকাপ তো শুরু হবে আগামীকাল। গা-গরমের প্রথম রাউন্ড শেষে এবার নকআউট পর্বের ধুন্ধুমার লড়াই। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। নকআউটের আঁচ এখনই টের পাচ্ছেন ব্রাজিল বিশ্বকাপের উজ্জ্বলতম নক্ষত্র লিওনেল মেসি। বুধবার গ্র“পের শেষ ম্যাচে নাইজেরিয়া বধের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেই দিলেন, ‘দল ভালো খেলে জিতেছে বলে খুশি লাগছে। একইসঙ্গে দুশ্চিন্তাও হচ্ছে। এবার নকআউট পর্ব। এবার আর ভুল করলে চলবে না। ভুল করলেই বাড়ি ফিরে যেতে হবে।’ভুল শুধরানোর সুযোগ থাকার পরও প্রথম রাউন্ড থেকে অকাল বিদায় এড়াতে পারেনি স্পেন, ইতালি ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো। ফেভারিট তত্ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ ষোলোতে উঠে এসেছে কোস্টারিকা ও গ্রিসের মতো পুঁচকেরা। কিন্তু অঘটনের ঘনঘটার মধ্যেও এশিয়ার দলগুলো সুপার ফ্লপ। এশিয়ার একটি দলেরও জায়গা হয়নি দ্বিতীয় রাউন্ডে। সবচেয়ে সফল ল্যাটিন আমেরিকা। এই অঞ্চলের ছয়টি দেশের পাঁচটিই শেষ ষোলোর টিকিট কেটেছে। গ্র“পপর্ব থেকে বাদ পড়েছে শুধু ইকুয়েডর। দ্বিতীয় রাউন্ড থেকে আরও দুটি ল্যাটিন দলের বিদায় অবধারিত। কারণ নকআউট পর্বে দেখা যাবে দুই দুটি সর্বল্যাটিন দ্বৈরথ।গ্র“পপর্বের মতো দ্বিতীয় রাউন্ডও শুরু হচ্ছে স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় অপরূপ দিগন্তের শহর বেলো হরিজন্তেতে শেষ ষোলোর মহারণে চেনা শত্র“ চিলির মুখোমুখি হবে ব্রাজিল। একই দিনে রাত ২টায় মারাকানায় আরেক সর্বল্যাটিন মহারণে কলম্বিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে। পর দিন মাঠে গড়াবে নেদারল্যান্ডস-মেক্সিকো ও কোস্টারিকা-গ্রিস দ্বৈরথ। মেসির আর্জেন্টিনা মাঠে নামবে মঙ্গলবার। সাও পাওলোতে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলবেসিলেস্তারা। গ্র“পপর্বে তিন ম্যাচে চার গোল করে প্রত্যাশার পারদ চড়িয়ে দিয়েছেন মেসি। সমান চার গোল করে গোল্ডেন বুট জয়ের লড়াইটা জমিয়ে তুলেছেন ব্রাজিলের স্বপ্নসারথি নেইমার। নকআউট পর্বে এই দুই ধ্র“বতারার দিকেই তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।