বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাল থেকে শুরু মাহে রমজান

30050_f9

বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আজ থেকে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং রাতে সেহ্‌রি খাবেন। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা হয়। ১৭ সদস্যের এই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপ্যাল মতিউর রহমান। ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ সভায় অংশ নেন। সভায় শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ৩৩ জেলা থেকে প্রাপ্ত খবরে চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তবে দিন-রাতের সময়ের তারতম্যের কারণে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় একদিন পর চান্দ্র মাস গণনা শুরু হয়। সে হিসাবে মুসলমানদের বৃহৎ দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর হয়ে থাকে।