Thursday, January 16Welcome khabarica24 Online

কামালবাজারে কলকাতা বাজার

 

পোশাক শিল্পের ক্রমবিকাশে বাংলাদেশ সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে কামাল বাজারে কলকাতা বাজারের যাত্রা শুরু হয়েছে।
সম্প্রতি কলকাতা বাজার মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। কলকাতা বাজারের স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল। উদ্বোধক ছিলেন চসিকের সাবেক কমিশনার নাজিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান।
প্রধান অতিথির বক্তব্যে বাদল বলেন, কলকাতার বাজারের কারনে এলাকার মানুষের পোষাক কেনাকাটার সময় ও ব্যয় কমে আসবে। তিনি সততা ও সীমিত লাভে ব্যবসার করার পরামর্শ দেন। -প্রেস বিজ্ঞপ্তি