সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কামরাঙ্গীরচরে জুতার ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ৪

image_71543.agun-1

 

রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার এক ফ্যাক্টরিতে আগুন লেগে চারজন দগ্ধ হন। জুতোর চামড়া সেলাই করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সোহাগ ফ্যাক্টরিতে শটসার্কিট থেকে আগুন লাগে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।অগ্নিদগ্ধরা হলেন- আবদুর রশিদ (২১), আলমগীর হোসেন (১৪), মন্টু মিয়া (৪০) ও মো. রুবেল (২২)। এরা ওই ফ্যাক্টরির কর্মচারী। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে মন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।