সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাবুলে পুলিশের গুলিতে ডাক্তারসহ তিনজন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন চ্যারিটি পরিচালিত একটি হাসপাতালে পুলিশের গুলিতে একজন চিকিৎসকসহ তিনজন মার্কিনি নিহত হয়েছেন।একজন আফগান পুলিশ বৃহস্পতিবার হাসপাতালে প্রবেশকালে স্টাফদের ওপর গুলি চালালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কাবুলে কোনো বিদেশি নাগরিকের ওপর এটি সর্বশেষ সশস্ত্র হামলার ঘটনা।সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, বন্দুকধারী হাসপাতালের বাইরে অপর এক পুলিশের গুলিতে আহত হয়েছে এবং পুলিশ তাকে আটক করেছে। তবে তার এই হামলার কারণ জানা যায়নি।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, হামলাকারী পুলিশ বাহিনীর একজন সদস্য। তার নাম সিদ্দিক সিদ্দিকী।এএফপি আরো জানায়, হামলাকারী হাসপাতালে প্রবেশেষর সময় বিদেশি নাগরিকদের ওপর গুলি চালায়। এই মর্মান্তিক ঘটনায় তিনজন নিহত এবং অপর একজন আহত হয়।এ সময় ঘটনাস্থলে অপর এক পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে হামলাকারী আহত হয়।