Thursday, January 23Welcome khabarica24 Online

কাফরুলে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৪

gas-blast_70390
রাজধানীর কাফরুলের পশ্চিম ইব্রাহিমপুর বস্তিতে গ্যাসের চুলা বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কাফরুলের পশ্চিম ইব্রাহিমপুর বস্তিতে এ ঘটনা ঘটে। বস্তির বাসিন্দা আরশাদুল (২৫), রেখা (২২) ও রুবেল (৪০) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।স্বজনরা জানান, গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে একজন বাসায় ফিরেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, স্থানীয় লোকজন আগুন নিভিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উৎস-যুগান্তর