বিশেষ প্রতিনিধি, দুবাই :
সারা বছর কাজের চাপে থাকা শ্রমিকদের কাজের স্পৃহা বাড়াতে ভিন্নধর্মী আয়োজন করেছে আরব আমিরাতের বেলকো ইলেক্ট্রু মেকানিক্যাল কোম্পানী এল এল সি। বিশ্বের অন্যান্য দেশের মতো আরব আমিরাতে মে মাসে এ দিবসটি পালন করতে দেখা না গেলেও এমন আযোজন করতে পেরে বেলকো’র মালিক শ্রেণী বলছে ‘ এতে করে শ্রমিকদের যেমন কাজের স্পৃহা বাড়বে তেমনি নিজেদের মধ্যে সেতু বন্ধনও রচনা করতে পারবে তারা।’
গত বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে কোম্পানীর সকল কর্মকর্তা-কর্মচারীরা আমিরাতের দুবাইয়ে ক্রু কর্ণেশে প্রমোদ তরী ভ্রমণ করেন। এসময় তাৎপর্য তুলে শ্রমিকেরা বলেন, আমিরাতে অন্য কোনো কোম্পানীতে এমন আয়োজন চোখে পড়েনা। প্রমোদ তরীতে ভ্রমণ দেশীয় সংস্কৃতিকে মনে করিয়ে দেয় সেই সাথে ভিন্ন দেশি শ্রমিকদের সাথে আমাদের সেতু বন্ধন রচনা করে দেয়।’ সারা বছর কাজের চাপে থাকা শ্রমিকেরা এমন আয়োজন পেয়ে বেলকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এই সময় কোম্পানীর যৌথ ব্যবস্থাপক মামুন ও মীর মোহাম্মদ সেলিম জানান, শ্রমিকের ন্যার্য দাবী মাথায় রেখে প্রতি বছর এই দিবসটি উপলক্ষে ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আসছি। শ্রমিকদের অধিকার আদায়ে প্রত্যেক মালিক পক্ষকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি শ্রমিকদের কথা মাথায় রেখে আমিরাতের অন্যান্য কোম্পানীগুলোও দিবসটি পালন করবেন। ‘